About Me

আহসান হাবীব কাজল

স্বতন্ত্র এমপি প্রার্থী | ঢাকা-১৮

আসসালামু আলাইকুম / আদাব। আমি আপনাদেরই সন্তান, ভাই। এই ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। এ জনপদের ধুলো মেখে আমি বেড়ে উঠেছি। এখানকার মানুষের সুখ-দুঃখ আমার অনুভবে মিশে আছে।

ব্যক্তি জীবনে আমি একজন সাবেক ব্যাংকার এবং শিক্ষক। ২০০৮ সালে আমার প্রতিষ্ঠিত ‘প্রতিশ্রুতি পরিবার’ থেকে গত ১৮ বছরে প্রায় ২০,০০০ শিক্ষার্থী দেশ-বিদেশে সুনামের সাথে প্রতিষ্ঠিত। এছাড়াও মাইলস্টোন কলেজের আমার অসংখ্য ছাত্র-ছাত্রী আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিচরণ করছে।

প্রশ্ন
কেন আমি নির্বাচনে?

আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ গড়ার স্বপ্ন আমাকে এই পথে এনেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি দেখেছি—মাদকের থাবা, দূর্বল শিক্ষা ব্যবস্থা, আর জীবিকার অনিশ্চয়তা আমাদের তরুণদের গ্রাস করছে। মেধাবীরা দেশ ছাড়ছে। “আপনিই আমি, আমিই আমরা”—এই বিশ্বাস নিয়েই আমি এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। ঢাকা-১৮ আসনকে একটি ‘স্মার্ট ও নিরাপদ’ জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

লক্ষ্য ও উদ্দেশ্য

🛡️ দুর্নীতিমুক্ত সমাজ

স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা।

🚫 মাদকমুক্ত যুবসমাজ

তরুণরাই দেশের সম্পদ। মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষা করে খেলাধুলা ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করা।

🏙️ নিরাপদ ঢাকা-১৮

জলাবদ্ধতা নিরসন, যানজট মুক্ত রাস্তা এবং বিশেষ করে নারীদের জন্য নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা।

🚆 রেললাইন বিভাজন দূরীকরণ

রেললাইনের এপাড়-ওপাড়ের জীবনযাত্রার বৈষম্য দূর করে সামঞ্জস্যপূর্ণ এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা।

✋ আমার অঙ্গীকার

“নির্বাচিত হলে নেতার মতো নয়, প্রতিনিধির মতো আপনাদের পাশে থাকব। আপনাদের এমপির অফিসের দরজা আপনাদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। আসুন, নতুনের পথে শামিল হই, চলুন একসাথে লড়ি।”

“মোর নাম এই বলে পরিচিত হোক, আমি তোমাদেরই লোক”
— রবীন্দ্রনাথ ঠাকুর

আপনার একটি ভোট, আগামীর সুন্দর ঢাকা-১৮ এর ভিত্তি